ফতুল্লা সংবাদদাতা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফতুল্লার পাগলা বাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক ফারুক আহমেদ মুন্সি। সম্মেলনে আগামী ২ বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। তারা হলেন সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আমান উল্লাহ।সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৭১ সালের আগে এ দেশে যে জুলুম নির্যাতন হতো বর্তমানে তার চেয়ে তিনগুণ বেশি হচ্ছে। ৭০ এর সাধারণ নিবার্চনে যেমন তৎকালীন পাকিস্তানি সরকার ক্ষমতা হস্তান্তর করতে চাননি; ঠিক বর্তমান ভোটবিহীন সরকার, জনবিচ্ছিন্ন সরকার জয়লাভ তো দূরের কথা নির্লজ্জভাবে হারের ভয়ে মানুষের ভোটারাধিকার কেড়ে নিয়ে নিজেরাই ভোট দিয়ে নিজেদের বিজয় হিসেবে ঘোষণা করছে। এমন নির্লজ্জ সরকার পৃথিবীতে মানুষ এর আগে দেখেছে কিনা আমার জানা নেই। সভাপতির বক্তব্যে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্তমানে দুর্নীতি মহামারী নয় এ যেন নিত্যনৈমিত্তিক কাজের রুটিনে পরিণত হয়েছে। আদর্শবান দায়িত্বশীল ও কর্মী ব্যতীত দেশে কখনোই শান্তি কামনা করা যায় না। তাই তিনি কর্মীদের সততার মাধ্যমে সমাজে শান্তি ও ইসলাম প্রতিষ্ঠার কাজে আরো মনোযোগী হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, জাহাঙ্গীর কবির, যয়েন্ট সেক্রেটারি শাহ জাহান বেপারী, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, মুফতী ইমরান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি সাইফুল ইসলাম, জাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, যুব আন্দোলন, ওলামা মশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।