নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকায় জেলা বিএনপির এক যুগ্ম আহ্বায়কের কার্যালয়ে এ আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও কমিটির ৬ জন যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন। ঢাকার বাহিরে অবস্থান করায় যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উপস্থিত হতে পারেননি। সভার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সভায় জেলার থানা, পৌর কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও জেলার নির্বাহী কমিটি ও সাবেক এমপিদের সাথে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়’। সাংগঠনিক সভায় জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমূর আলম খন্দকার, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক- মনিরুল ইসলাম রবি, মোঃ নাছির উদ্দিন, আব্দুল হাই রাজু, এড. মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।