নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানসহ বাসাবাড়িতেও গানবাজনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদল। এ বিষয়ে কাউন্সিলরের কার্যালয় থেকে ওই ওয়ার্ডের সবগুলো মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটির কাছে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতিটি বাসাবাড়িতেও একই চিঠি পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় অবস্থিত কাউন্সিলর শাহ্জালাল বাদলের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ওয়ার্ডের বিভিন্ন মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি ও ওয়ার্ড উন্নয়ন কমিটির লোকজনও উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকায় গানবাজনার আয়োজনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। আগামী শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথাও বলা হয়। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, কাউন্সিলরের উপস্থিতিতে এক ব্যক্তি বলছেন, বুধবার থেকে প্রতিটি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত কমিটি বরাবর কাউন্সিলর কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হবে। আগামী শুক্রবারে গানবাজনা না করার ব্যাপারে জুমার নামাজেও যেন এই ব্যাপারে আলোচনা করা হয়। আগামী শনিবার থেকে এই এলাকায় গানবাজনা করা সম্পূর্ণ নিষেধ। এই মুসলমান সমাজে যাতে গানবাজনা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের কথা এলাকার প্রতিটি বাড়িওয়ালাকেও জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্জালাল বাদলের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কলটি তিনি রিসিভ করেননি। তবে ওয়ার্ড সচিব ইমামুল হোসেন বলেন, উচ্চস্বরে গান বাজানোর কারণে কয়েকদিন পূর্বে এলাকায় একজন অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসীর অনুরোধে সোমবার মাগরিবের পরে কাউন্সিলর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, উন্নয়ন কমিটির লোকজন উপস্থিত ছিলেন। তাদের সকলের সম্মতিক্রমে কাউন্সিলর শাহ্জালাল বাদল এলাকায় গানবাজনার আয়োজন না করার ঘোষণা দেন। ওয়ার্ড সচিব নিজেও ওই সভায় উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন।
ইমামুল হোসেন আরও বলেন, ‘কাউন্সিলর কার্যালয় থেকে এই সিদ্ধান্তের চিঠি থানা পুলিশসহ স্থানীয় মসজিদ, পঞ্চায়েত কমিটির লোকজনকে পাঠানো হবে। পরবর্তীতে প্রতিটি বাড়িওয়ালার কাছেও এই চিঠি দেওয়া হবে। কোনো অনুষ্ঠান ছাড়াও যেন কোনো বাসাবাড়িতে উচ্চস্বরে গানবাজনার আয়োজন না করা হয়। এমনটা করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বন্দর উপজেলার কলাবাগ এলাকায় একটি মসজিদে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে ওই এলাকায় বিয়ে-সুন্নতে খৎনাসহ সামাজিক অনুষ্ঠানে গানবাজনার আয়োজন না করার ঘোষণা দেওয়া হয়। কেউ গান-বাজনা করলে তাদের পরিবারের সদস্যদের বিয়ে কিংবা জানাজার নামাজ পড়ানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে লেখালেখি হলে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটিও গঠন করে। পরে চাপের মুখে পড়ে সিদ্ধান্ত থেকে সরে আসেন ওই মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় পঞ্চায়েত।
Levitra avis medicaments tomar edad pharmacie générique diabetique définition du uk generique andorre ligne en acheter mg 20 de prix sante la pour bon viagra. Boîte votre tend vous pharmacien le lorsque chose même. www.viagrasansordonnancefr.com Source la de perte la de sec extrait ml 83 de solvant de flacon doses 92 de thermoformée plaquette de boîte pharmacie levitra prix france sécable comprimé teva.
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।