সংবাদ বিজ্ঞপ্তি:
প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের ঘোষিত ৭ দফা দাবিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কারখানার ভিতরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিকনেতা এডভোকেট মন্টু ঘোষ, ইকবাল হোসেন, ইউনিয়নের সহ সভাপতি আ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, অর্থ সম্পাদক মো. ডালিম, ও শাহিনা মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে আমরা কারখানা খুলতে পেরেছি। ঢাকা শ্রমভবন ঘেরাওয়ের ফলে শ্রম মন্ত্রীর উপস্থিতিতে মালিক পক্ষ আমাদের দাবি মেনে কারখানা চালানোর ঘোষনা দেন। বকেয়া বেতনসহ যাবতীয় পাওানাদির প্রশ্নে মালিক পক্ষ বর্তমানে সংকটে থাকার কারনে অর্ধেক বেতন প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করবেন বলে জানান। ২০২১ সালের জানুয়ারি থেকে প্রতি মাসের পুরো বেতন মাসের ১০ তারিখে পরিশোধ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনার মাধ্যমে সকল দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। পরবর্তিতে পর্যায়ক্রমে বকেয়া বেতনসহ পাওনা পরিশোধ করার কথা বলেন। আমরা শ্রমিক স্বার্থে আলোচনা করে তা মেনে নেই কিন্তু মালিকপক্ষ কথা রাখেন নাই তাই আমরা বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। আমাদের ৭ দফা আদায়ে আমরা সর্বাত্বক আন্দোলন গড়ে তুলবো। কঠোর লড়াই সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করবো। শ্রমিকরা বলেন, দ্রব্যমুল্যের উর্ধগতির কারনে আমরা কোনভাবেই পারছিনা তাই বৃহত্তর আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবো। প্রয়োজনে আবারো রাজপথে নামবো ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।