রূপগঞ্জ সংবাদদাতা:
বস্ত্র ও পাটমন্ত্রী, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সঠিক সময়ে বাংলাদেশে করোনার টিকা এসেছে। একটি চক্র টিকা নেওয়ার বিরুদ্ধে অপপ্রচার করছে। আপনারা গুজবে কান দেবেন না। সবাই টিকা গ্রহণ করবেন।’ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে সাহাপুর এলাকায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত নেতাকর্মীরা করোনার টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারাও দেখবেন গোপনে টিকা গ্রহণ করবে। দেশবাসীর জীবন রক্ষার্থে এই টিকা দেওয়া হচ্ছে। আমরা নিজেরা নিচ্ছি, দেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষ টিকা নিচ্ছেন, তাদের দেখে সাধারণ মানুষ উৎসাহিত হচ্ছে।’ তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সাথে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এর আগে করোনার টিকা নেন বস্ত্র ও পাটমন্ত্রী, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং তার স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এ সময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরজাহান আরা খাতুন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।