সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সালাউদ্দিনের সাথে পুলিশের দহরম-মহরম চরম আকার ধারণ করেছে। পুলিশের আস্কারা পেয়ে সালাউদ্দিন বিভিন্ন ব্যক্তির উপর হামলা,শিমরাইল মোড়ে মাইক্রোস্ট্যান্ড দখল, জোর করে টাকা আদায় করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন । সস্ত্রাসী সালাউদ্দিনের বিরুদ্ধে থানা পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সালাউদ্দিনকে না ধরে উল্টো তার সাথে হোটেলে এক টেবেলি বসে খাবার খায় ও মোটা অংঙ্কের টাকা লেনদেন করে এবং অবৈধ মাইক্রোস্ট্যান্ড চালাতে উৎসাহ দেয়। পুলিশের এরকম ভূমিকা ভুক্তভোগীদের হতাশ করছে।
অভিযোগ রয়েছে, গত রোববার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মাইক্রোস্ট্যান্ডে বিচার শালিসের নামে ডেকে নিয়ে গাড়ির মালিক টিটুর উপর অর্তকিত হামলা করে সালাউদ্দিন বাহিনী। এতে টিটু গুরুতর আহত হয়। আহত টিটুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শ’শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় রাতেই লিখিত অভিযোগ করেছেন আহত টিটুর বাবা আব্দুল বাতেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে ওসি মশিউর রহমান। জানাগেছে,সাত খুনের প্রধান অভিযুক্ত ফাঁিসর আসামী নুর হোসেনের অস্ত্রধারি ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য একাধিক মামলার আসামী সন্ত্রাসী সালাউদ্দিন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, অস্ত্র, মারামারীর একাধিক মামলা রয়েছে। ওই সময় চিটাগাংরোড মাইক্রোস্ট্যান্ড তার দখলে ছিলো। গাড়ির মালিক ও চালকদের জিম্মি করে মোটা অংঙ্কের টাকা আদায় করতো। ২০১৪ সালের ২৭ এপ্রিল সাত খুনের ঘটনা ঘটার পর সালাউদ্দিন সিদ্ধিরগঞ্জ থেকে পালিয়ে যায়।২০১৫ সালে সাত খুনের মামলার র্চাজশিট দেওয়ার পর এলাকায় ফিরে এই সন্ত্রাসী আবারো মাইক্রোস্ট্যান্ড দখল করে নেয়। গড়ে তুলেন একটি ক্যাডার বাহিনী। যাদের দিয়ে গাড়ি মালিকদের ভয় দেখিয়ে আদায় করেন মোটা অংঙ্কের টাকা। যার একটি অংশ পায় থানা পুলিশ। তাছাড়া তার পছন্দের বিভিন্ন গাড়ির চালকদের দিয়ে মাদক পাচার করিয়ে থাকে। আব্দুল বাতেনের অভিযোগ সূত্রে জানা গেছে, চিটাগাংরোড মাইক্রো স্ট্যান্ডের গাড়ি মালিক সালাউদ্দিনের এর ড্রাইভার মোহাম্মদ অলি, আলামিন, রাকিব, দেলোয়ার, সুমন, এরশাদ, ফিরোজ, মোহাম্মদ মহিউদ্দিন, ও আরেক গাড়ির মালিক মোহাম্মদ টিটু নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়, পরে সালাউদ্দিন বিচার শালিসের নাম টিটু ডেকে এনে পরিকল্পিত ভাবে তার উপর হামলা করায়। এসময় নগদ ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে। পরে টিটুর বাবা আব্দুল বাতেন চৌধুরী সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে অস্ত্রধারি বিএনপি’র সন্ত্রাসী ও সাত খুনের ফাঁসির আসামী নুর হোসেন ক্যাডার সালাউদ্দিন শিমরাইল মোড়কে অশান্ত করতে পরিকল্পনায় কাজ করছে বলে একাধিক মাইক্রো চালক জানিয়েছে। তারা সন্ত্রাসী সালাউদ্দিনের অত্যাচার থেকে রক্ষার জন্য র্যাব ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।