Logo
HEL [tta_listen_btn]

হোমনায় টিকাদান কর্মসূচির উদ্বোধন, প্রথম টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুছ ছালাম

হোমনায় টিকাদান কর্মসূচির উদ্বোধন, প্রথম টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুছ ছালাম

হোমনা সংবাদদাতা:
করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে সারাদেশের মতো কুমিল্লার হোমনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার ভ্যাকসিন ‘কেভিশিল্ড’ প্রয়োগের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুছ ছালাম সিকদারের দেহে ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এই কর্মসূচির উদ্বোধন করেন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, হোমনায় আজ (গতকাল রবিার) পার্যন্ত ২৪৬ জন টিকা গ্রহণের লক্ষ্যে অনলাইনে নিবন্ধন করেছেন। উদ্বোধনী দিনে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ৪ জন ডাক্তার, ৩ জন নার্স এবং ৩ জন স্বাস্থ্যসহকারীসহ মোট ১০ জন সাস্থ্যসেবা দানকারী ব্যক্তি। এরা পরবর্তী দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন আগামী ৭ মার্চ ২০২১ তারিখে। অফিস সূত্রে জানা যায়, প্রথম দিকে হোমনায় ৬ হাজার ৪শ জনকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারের গাইডলাইন অনুযায়ী সম্মুখ সারির করোনা যোদ্ধা-ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি আগে টিকা গ্রহণ করবেন। টিকা গ্রহণকারী অন্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ, সহকারী সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, সিনিয়র নার্স জাহেনারা বেগম, নার্স মোর্শেদা ও সেলিনা ইয়াসমিন, স্বাস্থ্য সহকারী মো. ওয়ালী উল্লাহ, মো. মহিউদ্দিন ও আবু তাহের। টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, ডাক্তার, নার্স, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com