ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন মাসদাইর পাকাপুল এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন (৩৫) ও জিলানিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে মাসদাইর শোভন গার্মেন্টস সংলগ্ন বালুর মাঠ থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। জানাগেছে, নয়ন ও জিলানিদের মাদক ব্যবসার কারণে মাসদাইর পাকাপুল এলাকা এখন মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা তাদের কাছ থেকে মাদক খরিদ করে।ফলে দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এ এলাকা ও আশপাশের কিশোর-যুবক থেকে শুরু প্রায় সব বয়সী লোক। শুধু তাই নয়, নয়ন ও জিলানি মাদক ব্যবসা পরিচালনা করার জন্য এলাকায় গড়ে তুলেছে এক বিশাল মাদক সিন্ডিকেট ও নেটওয়ার্ক। আর এ মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য হলো, বুইট্টা স্বপন, বড় দিদার, মানিক, ছোট দিদারসহ আরও অনেকে। মূলত এরাই এক এলাকা থেকে অন্য এলাকায় মাদক পাচার করে থাকে। এদিকে স্থানীয় এলাকাবাসী নয়ন ও জিলানির গ্রেফতারে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, আমরা এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীর গ্রেফতারে খুশি হয়েছি। তবে তাদের সহযোগীরাও যদি গ্রেফতার হয়, তাহলে এলাকার মাদক ব্যবসা অনেকাংশে কমে যাবে। মাদকের ভয়বহতার হাত থেকে মুক্তি পাবে লাখো মানুষ। নয়ন ও জিলানির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা উপ পরিদর্শক ইমামুল জানান, জিলানি ও নয়নকে আমরা ফেনসিডিল সহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।