নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেছেন, জনগণের জন্য কাজ করাকে আমি কাজ নয় দায়িত্ব মনে করি।নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে নিজের অনুভ‚তি প্রকাশ করতে যেয়ে তিনি এ কথা বলেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় তাকে সম্মাননা জানানো হয়।সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ শাহ্জামানকে সম্মাননা ক্রেস্ট, এ্যাপ্রিসিয়েশন লেটার ও পুরষ্কার প্রদান করেন। পুরষ্কারপ্রাপ্ত সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, যতদিন নারায়ণগঞ্জে থাকবো ততদিন এ জেলার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। জনগণের জন্য কাজ করাকে আমি কাজ নয় দায়িত্ব মনে করি। এ দেশের মানুষ যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারেন সে লক্ষ্যে মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণ দিয়ে এ দেশকে মুক্ত করেছিলেন। আমাদের লক্ষ্য তাদে আত্মত্যাগকে বৃথা যেতে না দেয়া। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদি ইমরান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তাবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।