Logo
HEL [tta_listen_btn]

ডিসিকে শ্রমিকদের  স্মারকলিপি প্রদান

ডিসিকে শ্রমিকদের  স্মারকলিপি প্রদান

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং অ্যাপারেলসের সকল শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ করার দাবিতে কুনতং অ্যাপরেলসের শ্রমিকদের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে জেলাপ্রশাসন কার্যালয়ে যায় এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, কাচঁপুর থানার সহ সভাপতি আনোয়ার খান, সিদ্ধিরগঞ্জের রুহুল আমিন সোহাগ ও কুনতং অ্যাপেরেলসের শ্রমিকরা প্রমুখ। বক্তারা বলেন, গত ৪ মাস ধরে লে অফ ঘোষণা করেছিল কারখানাটি। কিন্তু এ বছরের জানুয়ারি মাসে মালিকপক্ষ বেআইনী পন্থায় কারাখানা বন্ধের ঘোষণা দেন। শ্রমিকদের মনে ভয় তাদের প্রাপ্য পাওনা পরিশোধ করা হবে কি না। মালিকপক্ষ বলেছে তাদের কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। শ্রমিকদের সাথে এই আইন বহির্ভূত অন্যায়ের জন্য শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়। তারপরেও মালিকপক্ষ এখনও কারখানাটি বন্ধ করে লে অফ না দেওয়ার চেষ্ঠা করছে। এই কুনতং অ্যাপারেলসের শ্রমিকদের দিকে তাকালে ইপিজেডের আইন সম্পর্কে ধারণা পাওয়া যায়। মালিকের ছলছাতুরী এখন দিনের আলোর মতোই পরিষ্কার। তবুও তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। তাহলে বোঝা গেল নারায়ণগঞ্জ শহরে কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। বক্তারা আরও বলেন, আমরা সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে যাবো এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবো। আমরা প্রত্যাশা রাখি জেলা প্রশাসক অতি অল্প সময়ের মধ্যে শ্রমিকদের সংকট সমাধানের ঘোষণা দিবেন। শ্রমিকরা প্রয়োজন হলে সড়ক অবেরাধ করবে তবু ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। অনতিবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের তারিখ নির্ধারণ করে দিতে হবে এবং কোন শ্রমিক কত পায় তার নোটিশ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com