নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের টিকাদান (ভ্যাকসিন) কর্মসূচির চতুর্থ দিনে মোট টিকা গ্রহন করেছেন ১৩৬১ জন। বুধবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নারায়ণগঞ্জের ৬ টি কেন্দ্র এ টিকা (ভ্যাকসিন) দেয়া হয়। আজকে পুরো জেলায় টিকা দেয়ার জন্য ১৫৬৬ জনকে খুদে বার্তার মাধ্যমে (এসএমএস) টিকা গ্রহন করার জন্য বলা হয়েছিলো। আজকে টিকা গ্রহন করা ১৩৬১ জনের মধ্যে পুরুষের সংখা ৯৭৭ জন এবং মহিলা ছিলো ৩৮৪ জন। নারায়ণগঞ্জের ৬টি কেন্দ্রে টিকা প্রয়োগের সংখা, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে (সদর) টিকা নিয়েছেন ৩০৫ জন, যার মধ্যে পুরুষ ২২৪ জন এবং মহিলা ৮১ জন। এনসিসি এলাকায় টিকা নিয়েছেন ৫৩৬ জন, যার মধ্যে পুরুষ ৩৬৩ জন এবং মহিলা ১৭৩ জন। রূপগঞ্জ উপজেলায় টিকা নিয়েছে ১০১ জন, যার মধ্যে পুরুষ ৮১ জন এবং মহিলা ২০ জন। এছারা, আড়াইহাজারে উপজেলায় টিকা নিয়েছে ৭৪ জন, যার মধ্যে পুরুষ ৬০ জন এবং মহিলা ১৪ জন। সোনারগাঁ উপজেলায় টিকা নিয়েছেন ১৭৫ জন, যার মধ্যে পুরুষ ১২৯ জন এবং মহিলা ৪৬ জন এবং বন্দর উপজেলায় ১৭০ জন করোনার টিকা গ্রহণ করেছেন, যার মধ্যে পুরুষ ১২০ জন এবং মহিলা ৫০ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।