সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে মো. আমান হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সানারপাড় এলাকা থেকে, মাদক বিক্রির সময় হাতে-নাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা ও একটি স্মার্ট ফোন জব্দ করে। আটককৃত মো. আমান হোসেন সোনারগাঁ নুনেরটেকের মৃত মহর আলীর ছেলে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আমান পেশায় একজন রং মিস্ত্রি। দীর্ঘদিন যাবৎ রং মিস্ত্রি পেশার আড়ালে, সে ইয়াবা বেচাকেনা করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে কক্সবাজার হতে অভিনব পন্থায় ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।