Logo
HEL [tta_listen_btn]

জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা

জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, সরকারের অবস্থা টালমাটাল তাই তাদের স্বৈরাচারী মনোভাব ফুটে উঠছে। বিশ্ব মিডিয়ায় তাদের অপকর্ম প্রকাশিত হওয়ায় জনগণের মনোভাব অন্যদিকে ফেরানোর জন্যে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে চাচ্ছে। সরকার জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই দেশের মানুষের মন থেকে শহীদ জিয়ার জনপ্রিয়তা মুছে ফেলার জন্যে তার খেতাব নিয়ে তালবাহানা করছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জিয়াউর রহমানের ‘বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তব্য প্রদানের আগে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে শেখ মুজিবের নেতৃত্বের সরকার জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিল। বর্তমান সরকার বলে তারা নাকি স্বাধীনতার পক্ষের সরকার কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে একজন বীর মুক্তিযোদ্ধার খেতাব নিয়ে ছিনিমিনি খেলে এই সরকার প্রমাণ করেছে তারা স্বাধীনতার পক্ষের সরকার নয়। বক্তব্য শেষ করার আগেই চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে উপস্থিত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান। এ সময় তিনি এসে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের ভর্ৎসনা করে বলেন, ‘মিছিল নিয়া যখন বের হইসে পেটাস নাই কেন? পরে সাখাওয়াত হোসেন খানের উদ্দেশ্যে বলেন, ‘আপনি যদি আর এক মিনিটও দাড়ান তাহলে আপনাকে ধরে নিয়ে যাবো? ওসির এমন কথা শুনে কর্মসূচি সমাপ্ত করে সাখাওয়াত হোসেন খান নেতা-কর্মীদের নিয়ে সেখান থেকে চলে যান। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি এড. সরকার হুমায়ূন কবীর, মনির হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক নয়ন, জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক,যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com