Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন আমাদের দেশে রিসার্চটা একান্তভাবে অপরিহার্য: প্রধানমন্ত্রী

না’গঞ্জে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন আমাদের দেশে রিসার্চটা একান্তভাবে অপরিহার্য: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার রিসার্চ সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের কুমুদিনি কমপ্লেক্স প্রাঙ্গনের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এই কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে রিসার্চ এর সুযোগটা খুবই কম। বিশেষ করে মেডিক্যাল সাইয়েন্স এর রিসার্চ খুব বেশি হচ্ছে না। যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। ডাক্তার হওয়ার পর তারা রোগী দেখা নিয়ে এত বেশি ব্যস্ত যে, তাদের পাবলিকেশন্স ও রিসার্চ খুবই কম দেখা যায়। আমাদের দেশে ক্যান্সার কিভাবে বিস্তার লাভ করে এবং তার চিকিৎসা করার জন্য যে রিসার্চ দরকার সেটি খুব কম হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে সরকার গঠন করার পর অনেকগুলো ইনস্টিটিউশন গঠন করেছি এবং দ্বিতীয়বার আসার পর সেগুলো সমৃদ্ধ করেছি। সেখানে আমি মনে করি, আমাদের দেশে রিসার্চটা একান্তভাবে অপরিহার্য। আমি প্রথমবার সরকার আসার পর বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। আমি মনে করি, বেসরকারি খাতকে সুযোগ দেওয়া প্রয়োজন। আমি প্রথম থেকেই বেসরকারি খাতকে উৎসাহিত করেছি। শুধু তাই নয়, বেসরকারিভাবে মেডিক্যাল কলেজ বা হাসপাতাল করতে গিয়ে যে সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি প্রয়োজন হয়, তার কর কমিয়ে দিয়েছি। আমি মনে করি এখানে কুমুদিনি ট্রাস্ট সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। সবথেকে বেশি উদ্যোক্তা তারা এবং যখনই কোন উদ্যোগ নিয়েছে তা সফল করেছে।আমরা করোনার যে ভ্যাকসিন দিতে শুরু করলাম, তার প্রথম ভ্যাকসিন কিন্তু আমাদের কুমুদিনি মেডিক্যাল কলেজের নার্সই নিলো। সে যে সাহস করে এই ভ্যাকসিন নিয়েছে তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে বলছি, আমরা যে করোনা ভাইরাস মোকাবেলার পদক্ষেপ নিয়েছি তাতে ভ্যাকসিন নেওয়া সত্তে¡ও স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। হাত ধৌত করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং মাস্ক পরিধান করতে হবে। তাহলে আমরা আশা করি, করোনার এই প্রাদুর্ভাব দেশ থেকে পুরোপুরি চলে যাবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। করোনার টিকা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্থ ছিল, তবে সাহসী ভূমিকা রেখেছে কুমুদিনি হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। এখন আমাদের কোন সমস্যা নাই, এখন সবাই আগ্রহ ও উৎসাহ নিয়ে ভ্যাকসিন নিচ্ছে। নারায়ণগঞ্জের কুমুদিনি ওয়েল ফেয়ার ট্রাস্টের কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠানস্থলে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com