নিজস্ব সংবাদদাতা:
সারাদেশে ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনার টিকা প্রদান কার্যক্রম। এই টিকা নিয়ে কিছু দুষ্ট লোকরা ছড়াচ্ছেন নানা গুজব, সেই গুজবে সাধারণ মানুষের মনেও সৃষ্টি হয়েছে কিছুটা ভীতির। সেই গুজব ও ভীতিকে পেছনে ফেলে, নিজ ক্লাবের সদস্য এবং সর্বপরি নারায়ণগঞ্জবাসীকে টিকাদানে উদ্বুদ্ধ করতে করোনা টিকা নিয়েছেন, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু। করোনার টিকা দান কর্মসূচির ৭ম দিনে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে(খানপুর) টিকা নেন টিটু। এসময় তার স্ত্রী, পরিবারের সদস্যরা এবং নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যরা টিকা নেন।এসময় সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে তানভীর আহমেদ টিটু বলেন, ‘টিকা নেয়ার যতটুকু মনে ছিল সুইয়ের খোঁচা, বাস্তবে ওইটাও ফিল করি নাই। স্পোটর্স ম্যান হিসেবে ভয় নেই, ব্যাথাও নেই। এখানকার সার্বিক ব্যবস্থাপনা ভালো। নারায়ণগঞ্জ ক্লাবের ১২০ জন রেজিস্ট্রেশন করেছেন। ৬০ জনের টিকা দেয়া হবে আজ। পর্যায়ক্রমে বাকিরা নিবে। আজ আমি, আমার স্ত্রী, ক্লাবের সদস্য, আত্মীয়রা এসে টিকা নিলাম। পর্যায় ক্রমে বাকিরাও আসবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।