Logo
HEL [tta_listen_btn]

খানপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খানপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ও পোলস্টার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সাইফুল হাসান রিয়েল’র উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
পোলস্টার ক্লাবের সভাপতি আলমগীর কবির বকুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে- মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড.নূরুল হুদা, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির পোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের খানপুর পোলস্টার ক্লাবের মাঠে এ আয়োজন করা হয়। টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে। সেগুলো হলো- মোহাম্মদ আলী একাদশ, ডন চেম্বার বস্টার, এসিআই ফার্মা লায়ন্স, আনস্টপেবল স্টাইকার্স, নোয়াখালী কিংস, মহসিন ক্লাব বোল্ড, তরুণ সংঘ, হাজীগঞ্জ ওয়ারিয়র্স, কিল্লারপুল একতাসংঘ, নারায়ণগঞ্জ রেবেলস, বেনম ল্যাজেন্ড, টিম জেএস, লায়লা গ্রুপ, ডার্ক ডায়নো, ক্রিকেট লাভারস, তল্লা লিজেন্ড, লাল সবুজ একাদশ, সুপার কিংস, সর্দারপারা ওয়ারিয়র্স, অল স্টারস, আনপ্রেডিকটেবলস, টিম বক ক্যাপস, ওয়েট এন্ড সি, ডেবিলস গ্রুপ, ডেথ সাইক্লোন, ডার্ক রাইডারস, ফ্লাইং শেডো, ফানি বয়েস, ডেথ সাইক্লোন ২, ফানি বয়েস লোডেড, শান্ত স্মৃতি সংসদ।  গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ৬ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় লড়াই করে টিম জে এস ও তল্লা লিজেন্ড । যেখানে তল্লা লিজেন্ডকে হারিয়ে টিম জে এস চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ‘জোট সরকারের আমলে সাজনু অনেক নির্যাতন ভোগ করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সাইফুল হাসান রিয়েলসহ যারা আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই জানেন আমি বার একাডেমি স্কুলের ছাত্র, আমার বাবাও ছিলেন বার একাডেমির ছাত্র। আমার বড় ভাইও ছিলেন বার একাডেমির। বাড়ির পাশে স্কুল রেখে আমরা এই বার একাডেমিতে পড়ালেখা করেছি। ১৯৭২ থেকে ১৯৭৮ দীর্ঘ সাত বছর আমরা বার একাডেমিতে পড়ালেখা করেছি। এই অঞ্চলের সাথে আমার যোগাযোগ সেই কৈশোরকাল থেকে। এ অঞ্চলের প্রতিটা গলি, রাস্তা আমি চিনি। দোয়া করবেন প্রধানমন্ত্রীর জন্য দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। উনি বেঁচে থাকলে আরও উন্নতি হবে। শেখ হাসিনা আমাদের প্রজন্মের ভবিষ্যৎ। এ অঞ্চলের মানুষ খেলাধুলা করে মাঠ আছে, কিন্তু গলাচিপায় মাঠ নেই, খেলাধুলা হয় না। আমাদের উচিত ছিল নারায়ণগঞ্জের প্রতিটা ওয়ার্ডে খেলার মাঠ থাকা, নাই সেখানে। সেখানে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আগামীতে অবস্থার পরিবর্তন হলে আমি কথা দিতে পারি, প্রতিটা ওয়ার্ডে একটা করে খেলার মাঠ হবে। এগুলো করতে হলে আন্তরিকতা লাগে, নিজের টাকা লাগে না। অনেকে বললেন ড্রেনের সমস্যা, রাস্তায় পানি উঠে যায় বৃষ্টিতে। মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আসলে এটা সঠিক না। যারা জনপ্রতিনিধি হবেন, তাদের সারাক্ষণ কাজ করতে হবে। নেত্রীর জন্য ও এই অঞ্চলের দুই এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানের জন্য দোয়া করবেন। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু বলেন, ‘২ বছর ২ মাস আগে ২০১৮ সালে নির্বাচনের পূর্বে ক্যাম্পেইনে যেতাম তখন মোহাম্মদ আলী আমার পাশে বসে খাচ্ছিলো। স্মরণ হয় মোহাম্মদ আলীর কথা, আজ আমাদের মাঝে নেই। পোলস্টার ক্লাবের উদ্যোগে যে ছেলেটি খানপুর, তল্লা, হাজীগঞ্জে কাজ করার জন্য উদগ্রীব থাকে, বন্ধুকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করে, যে সবসময় জাতীয় উৎসবে অনুষ্ঠান করে, সেই ছেলেছি এ বি এম সাইফুল হাসান রিয়েল । রিয়েলকে অনুরোধ করবো, যেভাবে কাজ করছো করে যাও। ইনশাআল্লাহ কামিয়াব হবে। মুরব্বিদের দোয়া থাকবে আমিও অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ও পোলস্টার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম সাইফুল হাসান রিয়েল বলেন, ‘আমি মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৩২ দলের খেলোয়াড়কে সকলকে ধন্যবাদ জানাই। যে দর্শকরা এই শীতের মধ্যে বসে খেলা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। বর্তমান যুব সমাজ খেলাধুলা থেকে অনেক দূরে সরে গেছে। আমরা চেষ্টা করছি তাদের খেলার মধ্যে রাখতে। এই টুর্নামেন্ট সামনে আরও বড় পরিসরে পরিচালনা করবো’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com