Logo
HEL [tta_listen_btn]

খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী  পুরানো কোর্টভবনে মেডিকেল কলেজ স্থাপনে চেষ্টা করব

খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী  পুরানো কোর্টভবনে মেডিকেল কলেজ স্থাপনে চেষ্টা করব

নিজস্ব সংবাদদাতা:
হাসপাতালটি হলে ক্যান্সার রোগীদের জন্য ব্যবস্থা হবে। চিকিৎসার পাশাপাশি শিক্ষার ব্যবস্থাও হবে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। এখানে নীট গার্মেন্টস অনেক। নারায়ণগঞ্জে এসে অনেক ভালো লাগলো। মনে হয়, ঢাকার পরেই দ্বিতীয় বৃহৎ সিটি হচ্ছে নারায়ণগঞ্জ। অনেক ব্যবসা বানিজ্য এখানে, লোকজনের বসবাসও বেশি। নারায়ণগঞ্জে আমাদের ব্যবসার পাশাপাশি যেহেতু অনেক লোক থাকে চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়া প্রয়োজন’।
১৪ ফেব্রুয়ারি ( রোববার ) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে উপরোক্ত কথা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ের পূর্বে শেষে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে সফল ভাবে করোনার টিকা দেয়া হচ্ছে। প্রতিদিন প্রায় দেড় হাজার টিকা দেয়া হচ্ছে। করোনার উৎপত্তি নারায়ণগঞ্জ থেকেই হয়েছি। দুটি জায়গা থেকে করোনা বেশি ছড়িয়েছে একটি নারায়ণগঞ্জ অন্যটি গাজীপুর, এবং ঢাকা শহর থেকেও। আনন্দের বিষয় যেটা করোনার সেন্টার, সেটাই এখন করোনা মুক্ত। হাসপাতালে যা উন্নয়ন দরকার করা হবে। উন্নয়ন চলমান প্রক্রিয়া। খানপুরে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন ছিল না, হয়েছে বর্তমানে। আরও ভালো চিকিৎসা ব্যবস্থা হবে’। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে, শামীম ওসমান নারায়ণগঞ্জ শহরের পুরানো কোর্ট এলাকার জুডিশিয়াল এডজস্ট্রেট ভবনকে হার্ট ইনস্টিটিউট করতে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ করেন। সে প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শামীম ওসমান সাহেব যে ভবনের কথা বলেছেন, সেটা আইন মন্ত্রণালয়ের অধীনে। সেই ভবনটাকে হার্ট হাসপাতাল করার জন্য তাঁর অনুরোধ রয়েছে। আমরা এই বিষয়ে যথাযথ গুরুত্ব সহকারে প্রদক্ষেপ গ্রহণ করবো। আমরা আইন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এই ভবনটি নেওয়ার চেষ্টা করবো। ভবনটি যদি নিতে পারি, তাহলে অবশ্যই এখানে একটি সুন্দর হাসপাতাল করে দিতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com