নিজস্ব সংবাদদাতা:
পরিচ্ছন্ন বাংলাদেশের অনুষ্ঠান সবার নজর কেড়েছে।শুক্রবার বিকেলে শিশুদের নয়ন জুড়ানো মিলনমেলা বসেছিলো তল্লার আজমেরীবাগ নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে।ছুটিরদিনে করোনামুক্ত পরিবেশে পরিচ্ছন্ন বাংলাদেশ ও নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের প্রাণোচ্ছল অংশগ্রহণ উপস্থিত সবাইকে প্রচুর আনন্দ দিয়েছে। শিশুদের কচিমুখে আবৃত্তি এবং বাদ্যযন্ত্রবিহীন উদাসকন্ঠের গান অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করতে দারুণভাবে সহায়তা করেছে। পরিচ্ছন্ন বাংলাদেশের উদ্যোক্তা এবং নূরুল ইসলাম স্মৃতিপাঠাগারের প্রতিষ্ঠাতা ও জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক (উপ সচিব) মোস্তাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, শিক্ষাবিদ ও কবি করীম রেজা, সাংবাদিক আফজাল হোসেন পন্টি, সহকারি অধ্যাপক মোস্তফা সাইফুল ইসলাম, পাঠাগারের পরিচালক কাজী জান্নাতা,ব্যবসায়ী রুহিদাস সাহা এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা মগিমা আক্তার প্রমুখ। শিশু কিশোরদের মাঝে ছবি আঁকা, সাধারণ জ্ঞান,উপস্থিতবক্তৃতা এবং আবৃত্তির জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয়। বক্তাগন সারাদেশে পাঠাগার আন্দোলন ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, সমাজকে আলোর পথ দেখাতে মর্তুজা রানার মতো নিরহঙ্কারী সাদা মনের মানুষ প্রয়োজন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।