বন্দর সংবাদদাতা:
বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশে^র দরবারে প্রতিষ্ঠত হয়েছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ সুষ্টি হয়েছে বৃটিশ আমলে। সে পুলিশ পরিবর্তন হয়ে সেবা মূলক পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।জনগনের দৌড়গোড়া সেবা পৌছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রমের মূল লক্ষ। পুলিশের প্রতি জনগনের ধারনা পরিবর্তন করাই আমার মূল লক্ষ। গতকাল শনিবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ কাউন্সিলরের কার্যালয়ে ১০ নং বিট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানের সভাপতিত্বে ও বন্দর থানার সেকেন্ড অফিসার এস.আই মোদাচ্ছের এর সঞ্চালনায় বিট পুলিশিং সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ তারিকুল ইসলাম । বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ২৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক জসিম উদ্দিন প্রধান, ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি জাকির প্রধান, মহানগর সেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি তানভীর আহাম্মেদ সোহেল, সমাজ সেবক নাসির সরদার, শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন সরদার ও যুবলীগ নেতা উজ্জল, মহানগর ছাত্রলীগ নেতা অপুসহ স্থানিয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।