বন্দর সংবাদদাতা:
বন্দরে এক মাদ্রসা ছাত্রকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে লম্পট জাহাঙ্গীর (৪২) বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ দেউলী চৌরাপাড়া এলাকা থেকে ওই লম্পটকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ভূক্তভোগী মাদ্রাসার ছাত্রের পিতা বাদী হয়ে শনিবার সকালে আটককৃত লম্পটের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬(২)২১। আটককৃত লম্পট ইকবাল হোসেন বন্দর থানার ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মোস্তফা মিয়ার বাড়ী ভাড়াটিয়া এবং ওই এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এ ব্যাপারে ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রের পিতা গণমাধ্যমকে জানান, আমার (১১) বছরের অবুঝ ছেলে বন্দর থানার বক্তারকান্দী এলাকার একটি স্থানীয় কাওমী মাদ্রাসায় লেখাপড়া করে আসছে। কিছু দিন যাবৎ আমার ছেলে মাদ্রাসা যেতে অনিহা প্রকাশ করে। মাদ্রসায় না যাওয়ার কারনে আমি গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ৭টায় আমার ছেলের কাছে মাদ্রাসায় না যাওয়ার কারন জানতে চাই। পরে সে জানায় জাহাঙ্গীর নামে এক লোক আমার সাথে খারাপ কাজ করেছে। তার ব্যাথায় সে মাদ্রাসায় যেতে পারেনি। তিনি আরো জানান, গত ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় আমার ছেলে মাদ্রাসার ময়লা ফেলতে শীতলক্ষা নদীর পাড়ে আসে। পরে সেখানে থাকা লম্পট জাহাঙ্গীর আমার ছেলের ইচ্ছার বিরুদ্ধে তার পায়জামা খুলে তাকে জোর পূর্বক বলৎকার করে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানা জানি হলে ওই সময় উত্তেজিত জনতা লম্পট জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় পুলিশ লম্পটকে আটক করেছে। আমরা ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। আটককৃতকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।