নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক প্রয়াত মফিজুল ইসলামের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) নগরীর ২নং রেলগেটে অবস্থিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, দপ্তর সম্পাদক এম এ রাসেল, উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, আলীরটেক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সায়েম আহম্মেদ প্রমুখ। সভায় আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন, ইউপি নির্বাচনের কারণে অনেকেই নমিনেশনের জন্য নেতাদের পিছনে ঘুরে। একটা কথা ক্লিয়ারলি বলতে চাই দলের নেতাদের মধ্যে কখনোই প্রতিযোগিতা থাকতে পারে না। জেলা ও মহানগর আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। কিন্তু এই নমিনেশন দেওয়ার মালিক আমরা কেউ নই। নমিনেশনের দেবার মালিক প্রধানমন্ত্রী। কাউকে ছোট করে বলবার কেন কিছুই নেই। হায়াতের মালিক আল্লাহ। নেতৃত্ব কে দিবেন তা আল্লাহ লিখে রাখছে, উসিলা হলেন প্রধানমন্ত্রী। নমিনেশন তিনি যাকে দিবেন আমরা তার জন্যই ঝাপিয়ে পরবো। নৌকার জন্য ঝাপিয়ে পরবো ও বিজয় ছিনিয়ে আনবো। নারায়ণগঞ্জ উত্তপ্ত হওয়ার কোন কারণ থাকতে পারে না। যারা উত্তপ্ত করবার চেষ্টা করেন তারা সতর্ক হয়ে যান। উত্তপ্ত করবার কোন দরকার নেই। আমরা সকলেই ভাই-বোন। সভাপতির বক্তব্যে আব্দুল হাই বলেন, নারায়ণগঞ্জের ইউনিয়ন নিবার্চনে নৌকা মনোনয়নের জন্য ৩ থেকে ৫ জনের ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি নাম জমা দিবে থানা আওয়ামী লীগ কমিটিকে। থানা কমিটি দিবে জেলা আওয়ামী লীগের কাছে। আমরা তা দলের মনোনয়ন বোর্ডে পাঠাবো। বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নির্ধারণ করবে কে নৌকা পাবে। নৌকা দেয়ার ক্ষমতা একমাত্র নেত্রীর। কেউ বলে আমার কাছে আসো আমি অমুক তমুকের কাছে গিয়ে নৌকা এনে দিবো তা কিন্তু ঠিক না। তিনি আরও বলেন, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি আছে। অতি শীগ্রই তা ঠিক হয়ে যাবে। যে কোন যুদ্ধ বিরতির জন্য আলোচনার হতে পারে। অন্যথায় যুদ্ধ বিরতি করা যায় না। ঠিক তেমনি ভাবে আমাদের ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে। পরে তিনি বলেন, মফিজুল ইসলাম ছিলেন ঠান্ডা প্রকৃতির মানুষ। তিনি অত্যন্ত দক্ষতার সাথে দলের নেতৃত্ব দিয়েছেন। তাকে আল্লাহ জান্নাত নসীব করুক এই প্রার্থনা করি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।