নিজস্ব সংবাদদাতা:
করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির অষ্টম দিনে টিকা (ভ্যাকসিন) গ্রহন করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিকটোরিয়া) হাসপাতালে মেয়র এ টিকা গ্রহন করেন। টিকা নেয়া শেষে মেয়র সকলকে এই টিকা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন, আমি এনসিসির মেয়র হিসেবে সকল নাগরিকদের বলতে চাই ‘আসুন টিকা দিন’। টিকাটি একবারে সেইফ ভয়ের কোন কারন নেই। আমাদের প্রধানমন্ত্রী এই করোনার মোকাবেলায় অনেক কষ্ট করছেন, তাই টিকাটি নিয়ে নিজেকেও রক্ষা করুন এবং অন্যদের কেও সুরক্ষিত রাখুন। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিনসহ এনসিসি’র অনেক কর্মকর্তা। আগে গত রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে(ভিক্টোরিয়া) জেলার সিভিল সার্জনের টিকা নেয়ার মধ্য দিয়ে জেলায় টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়। ইতিমধ্যে টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলার করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এবং নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের নিয়ে টিকা নেন ক্লাবটির প্রেসিডেন্ট তানভির আহাম্মেদ টিটু।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।