বন্দরসংবাদদাতা:
নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিমওসমান বলেছেন, রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। তিনি বলেন, ধামগড়ের মানুষ আমাকে খুব ভালোবাসে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)বিকেলে ৪টায় বন্দর উপজেলার গকুলদাশেরবাগস্থ জামেয়াইসলামিয়া আলিম মাদ্রাসা ধামগড় ইউনিয়নের সর্ব সাধারণের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শতশত মোটরসাইকেল নিয়ে আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আমি খুশি হয়েছি। কিন্তু হাইওয়ে রাস্তায় মানুষের খুব কষ্ট হয়েছে। তাই তাদের কাছে ক্ষমা চাই। বিছরি কথা নিয়ে এখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শয়তানের সৃষ্টি আল্লাহ করেছে। রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। বেশি উড়বেননা, আমাকে মুখখুলতে বাধ্য কইরেননা। নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিমওসমান বলেন, আমার নির্বাচনী এলাকায় ৭ জন ইউপি চেয়ারম্যান আছে। একজন মারা গেছে। জনগনের উন্নয়নের স্বার্থে ও ভবিষ্যতপরিকল্পনা গুলো সফল করতে আসন্ন ইউপি নির্বাচনে এ চেয়ারম্যানদের পুনরায় আমার দরকার। যেকোন প্রতীকে হোক। প্রতীক কোন বিষয় নয়, আমার প্রয়োজন জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করা।এমপি সেলিমওসমান আরো বলেন, ইউনিয়ন নির্বাচন আরো ৪/৫ মাস বাকি। বর্তমান চেয়ারম্যানদের নিয়ে আমি কাজ করেছি। আমার বিশ্বাস পুনরায় তারা চেয়ারম্যান হলে ইউনিয়ন এলাকা গুলো সিটির মতনাহলেও কোন অংশে কম হবেনা। কোন ইউনিয়ন পরিষদ এলাকায় একটিও কাঁচা রাস্তা থাকবেনা। শিক্ষা ব্যবস্থার আরো ব্যাপক উন্নয়ন হবে। ইউপি চেয়ারম্যানদের উদ্যেশে বলেন নির্বাচনের আরো সময় আছে। বিগত সময় গুলোতে জনগনের কাছে যদি কোন ভুল করে থাকেন তাহলে ঘরে ঘরে গিয়ে ক্ষমা চান। কারন জনগণ সকল ক্ষমতার উৎস। তাদের ভোটেই আপনারা চেয়ারম্যান হয়েছেন এবং পুনরায় হতে চাইলে তাদের ভোটই লাগবে। পরিশেষে তিনি ধামগড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাসুম আহম্মেদকে পুনরায় সুযোগ দেয়ার জন্য আহবান জানান। ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাছুমআহাম্মেদের সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুহাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকনসাহা,পিপি এড. ওয়াজেদ আলী খোকন, নারায়নগঞ্জ জেলাআওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল, জেলা জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতিমূলক কমিটির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহসানু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক কাজিমউদ্দিন প্রধান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলীহায়দার কাজল, নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণসম্পাদক সাইফুদ্দিনআহম্মেদ দুলাল প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন ও ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।