Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জের ২ বর্ষিয়ান রাজনৈতিক নেতা -সামসুজ্জোহা ও জালাল হাজীর মৃত্যু বার্ষিকী আজ

না’গঞ্জের ২ বর্ষিয়ান রাজনৈতিক নেতা -সামসুজ্জোহা ও জালাল হাজীর মৃত্যু বার্ষিকী আজ

দেশের আলো রিপোর্ট :
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের আলোচিত দুই বর্ষিয়ান রাজনীতি বিদের ৩৪তম মৃত্যু বার্ষিকী। তাঁরা হলেন,ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সাবেকএমপি একেএম সামসুজ্জোহা ও নারায়ণগঞ্জ শহর বিএনপি’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেকএমপি হাজী জালাল উদ্দিন আহমেদ (জালালহাজী)।১৯৮৭ সালের এই দিনে তাঁরা দু’জন মৃত্যু বরণ করেন। তাঁদের মধ্যে একেএম সামসুজ্জোহা’র দুই ছেলেএকেএম সেলিমওসমান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)ও একেএম শামীমওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য। এছাড়া তাঁর বড় ছেলেএকেএম নাসিমওসমান (প্রয়াত) নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য ছিলেন।  অপরদিকে হাজী জালালউদ্দিন আহমেদ’র ছেলে এড. আবুলকালাম নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)আসনের সাবেক সংসদ সদস্য।এছাড়াও তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সূ‚ত্রজানায়,  স্বাধীনতা পদক (মরণোত্তর) প্রাপ্ত প্রয়াতএকেএম সামসুজ্জোহা একজন বর্ষিয়ান রাজনীতিবীদ ছিলেন। একাধারে তিনি ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্টসহচর, সাবেক গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষ্যে শনিবার মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগীসংগঠন দিনভর কর্মসূচীপালন করবে। পরিবারের পক্ষহতে সকাল ১১টায় বন্দরের মুছাপুরস্থ শামসুজ্জোহা বি এম উচ্চ বিদ্যালয়েএবংবাদ আছর নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামেমসজিদে মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাংখীদের উক্ত মিলাদ ও দোয়ার মাহফিলে অংশ গ্রহন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে মেঝ ছেলে সেলিমওসমান এমপি ও ছোট ছেলে আওয়ামীলীগ নেতা একেএমশামীমওসমান এমপি সকলকে আকুল আবেদন জানিয়েছেন।অপরদিকে একই দিন ৭৬ বৎসর বয়সে ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন হাজী জালাল উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’রনারায়ণগঞ্জ শহরকমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক পরবর্তিতে সভাপতিছিলেন এবং বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর)আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।তিনি দীর্ঘদিন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইসচেয়ারম্যান ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে বর্তমান নারায়ণগঞ্জবিশ্ববিদ্যালয় কলেজ, শহরস্থ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, কদমরসুলস্থ হাজীসিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ ২শ’ শয্যা হাসপাতাল (বর্তমানে ৩শ’ শয্যা) স্থাপনের একজন সংগঠক এবং তৎকালীন নারায়ণগঞ্জ শহরউন্নয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৪ তম মৃত্যুবার্ষিকী শনিবার। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ৭৬ বছর বয়সে পরলোক গমন করেন তিনি। নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম দিক পাল হাজী জালাল উদ্দিন আহমেদ জালাল হাজী নামেই সুপরিচিত। প্রথম জীবনে মুসলিমলীগের রাজনীতিতে জড়িত থাকলেও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি। তিনি ছিলেন বিএনপির নারায়ণগঞ্জ শহরকমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক এবং বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৭৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ দিনঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইস চেয়ারম্যানছিলেন। তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, শহরেরগণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, কদমরসুলের হাজীসিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় সহ বহুশিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তাই আজও নারায়ণগঞ্জবাসী তাঁকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণকরে। হাজী জালাল উদ্দিনের ছেলে অ্যাডভোকেট আবুলকালাম নারায়ণগঞ্জ-৫ আসনে ৩ বার বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনিমহানগর বিএনপির সভাপতি। আবুলকালামের ছেলে আবুল কাউসার আশাও বিএনপির রাজনীতিতে সক্রিয়। নারায়ণগঞ্জ কলেজের ভিপিছিলেন। বর্তমানে মহানগরবিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৭ টায় বন্দর নবীগঞ্জ কবর স্থানে কোরআন খতম, বেলা ১১ টায় কবর জিয়ারত, বাদ যোহরমিলাদ ও দোয়া শেষেবিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থার পাশাপাশিবাদ আসরমিলাদ ও দোয়া, বাদ মাগরিব ও এশা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার পাশাপাশি দিনব্যাপী কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সকল নেতা ও কর্মীদের প্রয়াত হাজীজালালউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করার আহবান করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুসসবুরখান সেন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com