Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে বক্তৃতা কালে পররাষ্ট্র মন্ত্রী এ.কে আব্দুল মোমেন নারীরা এখন আর অবহেলিত নয়

রূপগঞ্জে বক্তৃতা কালে পররাষ্ট্র মন্ত্রী এ.কে আব্দুল মোমেন নারীরা এখন আর অবহেলিত নয়

রূপগঞ্জ সংবাদদাতা:
পররাষ্ট্র মন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন,নারীরা এখন আর অবহেলিত নয়। প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বৈশি^ক মহামারী (কোভিট-১৯) করোনার কালে আমাদের নারীরা ঘরে বসেছিলোনা। তারা নিজের জীবনবাজি রেখে অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি দেশ- বিদেশে ও মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তারা অবদান রেখেই চলছে। শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ক্লাবে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্ড ই-কমার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দরাইস্বামী, ওমেন এন্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাছিমা আক্তার নিশা, সংগঠনের উপদেষ্টা কবির সাকিব, সিল্কো গ্লোবাল লিমিটেডের সভাপতি সৌম্য বসু ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com