Logo
HEL [tta_listen_btn]

একুশ এখন সার্বজনীন -মন্ত্রী গাজী

একুশ এখন সার্বজনীন -মন্ত্রী গাজী

রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন না হলে দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারতো না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মহান ২১ ফেব্রুয়ারি বিশেষ গর্বের দিন। বাঙালির খুনে রাঙা একুশকে ঘিরে প্রতি বছরই ভাষা শহিদদের স্মরণ করে মাতৃভাষার প্রতি নিজেদের দায়বদ্ধতার শপথ নেন বাঙালিরা। তবে একুশ এখন আর শুধু বাংলা বা বাঙালির নয়, একুশ এখন সার্বজনীন। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রূপগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের এগিয়ে যাবার প্রেরণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই প্রেরণা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। মন্ত্রী গাজী বলেন, একুশ আসলে অসা¤প্রদায়িকতার প্রতীক। মায়ের ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছিলেন বাংলার দামাল ছেলেরা। পাকিস্তানের গোলাবারুদও তাঁদের দমাতে পারেনি। ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষার সম্মান। বন্দুকের নলও মাথা নোয়াতে বাধ্য হয়েছিল সালাম–জব্বরদের সামনে। উর্দু নয়, বাংলাকেই আগলে ধরে তাঁরা রুখে দাঁড়িয়েছিলেন পাকবন্দুকের সামনে। সেই অসা¤প্রদায়িক চেতনাকে আগলে ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই ৫২ এর ভাষা আন্দোলন, বাঙালির সংস্কৃতি রক্ষার লড়াই আজও প্রাসঙ্গিক।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com