Logo
HEL [tta_listen_btn]

গণসংহতি আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

গণসংহতি আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলন। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, নারী সংহতি জেলার সম্পাদক পপি রাণী সরকার, নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব, সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলা কমিটির নেতা মাহমুদ কলি হারুন, প্রতিবেশ আন্দোলন জেলার সংগঠক রাজীব রাজ প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে পপি রাণী সরকার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের বীজ। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে মুক্তির আকাঙ্খা জেগে উঠেছিলো। যা একটি স্বাধীন দেশের প্রয়োজনীয়তাকে তীব্রতর করেছে। আজকের দিনে এই বীর শহীদদের প্রতি সহস্র সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরও বলেন, আমরা দেশের প্রতিটি জনগোষ্ঠীর মানুষের মাতৃভাষায় উচ্চশিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিতের দাবি জানাই। একই সাথে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সকল স্তরে বাংলা ভাষার ব্যবহার দেখতে চাই। ২০২১ সালে যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো আমাদের জেঁকে ধরছে, তা থেকে জনগণ দ্রুত নিস্তার চায়। মাতৃভাষা দিবস বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের মুক্তির আকাঙ্খাকে জাগিয়ে তুলুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com