রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে গাজী গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পুর্বাগ্রাম হাইস্কুল মাঠে পুর্বগ্রাম স্পোর্টস ইয়র্থস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রজনীগন্ধা দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে জুঁই দল। আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ আলী। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী গ্রুপ ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, বিএম আতিকুর রহমান, কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমান,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, এমায়েত হোসেন, তাবিবুল কাদির তমাল, সাইফুল ইসলাম, মতি আকন্দ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
পরে বিজয়ী দলে জুঁই এর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।