Logo

সেন্টমার্টিনের হোটেলে না’গঞ্জের পর্যটকের লাশ

সেন্টমার্টিনের হোটেলে না’গঞ্জের পর্যটকের লাশ

ভ্রাম্যমান সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের হোটেল কক্ষ থেকে নারায়ণগঞ্জের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৫২)। রূপগঞ্জ উপজেলার মৃত আব্দুল হামিদের ছেলে। সে ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, নীল দিগন্ত রিসোর্ট নামে একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে টেকনাফে নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে হার্ট-অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, মারা যাওয়া পর্যটকের হার্টের সমস্যা ছিল বলে তার সাথে ভ্রমণে আসা সঙ্গীরা জানিয়েছেন। রাতে বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে সঙ্গীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com