মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল :
নড়াইলের বাণিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারের পৌর সুপার মার্কেটসহ অন্যান্য ব্যবসায়ী স্থাপনা ভেঙ্গে প্রস্তাবিত চারলেন সড়ক নির্মাণের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে নড়াইল-যশোর সড়কের রুপগঞ্জ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, নবীর হোসেন, সৈয়দ আহসান কবীরসহ অনেকে। বক্তারা বলেন, নড়াইল শহরের ভেতর দিয়ে চারলেন সড়ক নির্মাণ হলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে। এতে সহায়-সম্বল হারিয়ে ব্যবসায়ীরা পথে বসবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক যোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।