সোনারগাঁ সংবাদদাতা :
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাবলেছেন, গত ৭ বছরে আমি সোনারগাঁয়ে দৃশ্যমান অনেক উন্নয়ন কাজ করেছি। সোনারগাঁবাসী এর সুফল ভোগ করছেন।বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি ) উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার থেকে পাইপ লাইন স্থাপনের কাজ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের “পানি সরবরাহে আর্সেনিক ঝুকি নিরসন প্রকল্প ” আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার পরিবারের জন্য গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই এর পাইপ লাইন কাজের উদ্বোধন করা হয়। এ সময় এমপি লিয়াকত বলেন, সোনারগাঁয়ে গত সাত বছরে অনেক উন্ময়ন মুলক কাজ করতে আমি সক্ষম হয়েছি। আগামী তিন বছর আরো উন্নয়ন হবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। কিন্তু করোনাকালীন সময়ে উন্নয়ন কাজে অনেকটা বন্ধ ছিল, আল্লাহর মেহেরবানীতে করোনা এখন কম হওয়ায় আবার সকল উন্নয়ন শুরু করেছি। আমি আশা করছি এখন থেকে আমাদের উন্নয়নের ধারা আবার পুরো দমে শুরু হবে। অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদ সালাউদ্দিন, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ইসলাম,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাঈম ইকবাল, মোঃ রফিকুল ইসলাম মেম্বার, কাচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হানিফ হক, সদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, মোঃ নুরুজ্জামান মেম্বার,মোঃহাকিমউদ্দিন মেম্বার, মোঃ নুর হোসেন মেম্বার,আব্দুল হামিদ মেম্বার, আব্দুল হাই মেম্বার, জোহরা মেম্বার, জাকির হোসেন মেম্বার, মাইনুদ্দিন মেম্বার, আমির আলী মেম্বার, মোঃ হানিফ সরকার, মোঃ সুমন মিয়া, সামির আলীসহ এলাকার শত শত নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।