মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল :
নড়াইলে জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়। ২৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় পুলিশ সুপারের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে নিজেদের পরিচয় তুলে ধরে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রিয়াজুল ইসলাম, (অপরাধ প্রশাসন), এস এম ইকবাল হোসেন, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি, ওয়াচ বিশেষ শাখা। মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসার কোমলমতি ছেলে মেয়েদের আপনারাই সুশিক্ষিত করবেন। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন যেন কোন রকম জঙ্গিবাদ বা মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।