বন্দর সংবাদদাতা:
বন্দরে কলাগাছিয়া ইউনিয়নে ৫নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ ফেব্রুয়ারি) বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভাঅনুষ্ঠিত হয়। প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। বক্তব্যকালে ওসি বলেন,মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠান তাদের সেবার মাত্রা বৃদ্ধি করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় বাংলাদেশ পুলিশ পূর্বের তুলনায় তাদের সেবার মান উন্নয়ন করছে। আমরা এখানে এসেছি পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। মাদক নির্মুলে শুধু পুলিশ নয় চাই সামাজিক ও পারিবারিক সচেতনতা। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর হোসেন, ৫নং বিট অফিসার এস আই ফরিদউদ্দিন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ জামান প্রধাণ,ইউনিয়ন ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম মেম্বার, ১নং ওয়ার্ড সদস্য কচি আহমেদ, সাবেক ৮নং ওয়ার্ড মেম্বার তাজ মোহাম্মদ, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সুমন প্রধাণ প্রমূখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।