Logo

বন্দরে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সেমিনার

বন্দরে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সেমিনার

বন্দর সংবাদদাতা:
দেশ হলে প্রযুক্তি নিভৃর জাতি হবে স্বনির্ভর এ শ্লোগানে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক যন্ত্রপাতির কিটবক্স প্রদর্শনী ও ২০২১ইং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বন্দর উপজেলা কপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার সালেহ উদ্দিন আহাম্মেদ বলেন, বিজ্ঞানের অবদান অনেক। বিজ্ঞান প্রযুক্তি ছাড়া আমরা একদিনও চলতে পারব না। তাই বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে এখন থেকে আমাদেরকে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। নারায়ণগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক রাষ্টপতি স্মরাকপ্রাপ্ত বিজ্ঞানী মোঃ আজাদ রহমান খাঁনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামিট পাওয়ার লিমিটেড এর প্লান্ট ¤্রানেজার মোঃ ফরিদুল ইসলাম, সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ আহাম্মদ হালিম মজহার, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্রক্ষ মোঃ আজিজুর রহমান, বন্দর গারলস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন নাসিম ওসমান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রমীদ, হাজী সিরাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী, সোনাকান্দা বিএন ডিইডবিøউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাময়া খানম প্রমুখ। সেমিনার শেষে প্রদান অতিথি ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com