নিজস্ব সংবাদদাতা :
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন বলেছেন, প্রয়াত ভাষা সৈনিক সামসুজ্জোহা এবং জেলা ও মহানগরের সাবেক প্রয়াত সভাপতি আলী আহমদ চুনকা ছিলেন কর্মীবান্ধব নেতা। তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আছর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, প্রয়াত ভাষা সৈনিক সাসুজ্জোহা ও আলী আহমদ চুনকার জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তারা ছিলেন কর্মীবান্ধব নেতা, জনগণের নেতা। আমৃত্যু তারা জনগণের সেবা করেছেন। রাজনীতি এমন একটি স্থান যেখানে থেকে মানুষের সেবা করা যায়। তাদের মধ্যে সম্পর্কটা এমন ছিলো যদি আলী আহমদ চুনকা বিপদে পড়তেন তাহলে সামসুজ্জোহা ছুটে আসতেন আর যদি সামসুজ্জোহা বিপদে পড়তেন তাহলে আলী আহমদ চুনকা ছুটে আসতেন। কিন্তু বর্তমান সময়ে রাজনীতিবিদদের অবস্থা এমন হয়েছে যে একজন অন্যজনের কাপড় ছিড়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার নতুন কর্মীর কোন প্রয়োজন নেই, পুরোনোরাই আমার জন্য যথেষ্ট। একটি ভালো দেশ গড়তে হলে ভালো মানুষের প্রয়োজন। তাই সামসুজ্জোহা ও চুনকার উত্তরসূরী যারা রয়েছেন তাদের অনুরোধ করবো, আপনারা আপনাদের পূর্বসূরীদের অনুকরনে রাজনীতি করুন। যা আমাদের নারায়ণগঞ্জ এর রাজনীতি ও উন্নয়নে সুফল বয়ে আনবে। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, জি.এম আরমান, সাখাওয়াত হোসেন সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।