Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাউজিং যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮ টার সময় সিদ্ধিরগঞ্জ হাউজিং নাসিক ৪ নং ওয়ার্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যালেঞ্জার স্পোর্টিং বনাম ইয়ং ওরিয়্স এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় জালাল হোসেনের সভপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর অ্যাডহক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক এবং সিদ্ধিরগঞ্জ হাউজিং সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফুল হক হাসান,বিশেষ অতিথি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর আম্পয়ার নাজিব ইসমাইল রাসেল,এছাড়া আরো অতিথি সিদ্ধিরগঞ্জ হাউজিং সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ ,সাধারণ সম্পাদক জুবেদ আলী জাবেদ,যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার ফকির,কাজী নুরুল ইসলাম,হাজী মাহবুবুর রহমান প্রমূখ । প্রধান অতিথি আরিফুল হক হাসান বলেন,খেলাধুলা হচ্ছে যুবসমাজের মনের আনন্দায়ক ও খোরক।প্রতি বারের ন্যায় এই মাঠে এই বারও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ও সুন্দর ভাবে শেষ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়।খেলাধুলা যুবসমাজকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে, আমি চেষ্ঠা করব খেলাধুলার জন্য একটি একাডেমি খুলতে তাতেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।শিশু কিশোর যুব সমাজ সারাদিন ফেইসবুক টুইটার মনোনিবেশ থাকে কিন্তু খেলাধুলা করলে শরীল ও স্বাস্থ্য মন সব সময় সতেজ থাকবে।আমি সব সময় খেলাধুলা পছন্দ করি এবং আমি নিজেও একজন ক্রিকেট খেলায়ার, আপনারা আমাকে যখন ডাকবেন আমি সব সময় আপনাদের সাথে থাকব।পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে শরীল ও স্বাস্থ্য ঠিক থাকবে। বিশেষ অতিথি নাজিব ইসমাইল রাসেল বলেন,সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছেন বিভিন্ন জেলায় যে সকল সরকারি পরিত্যক্ত খালি জায়গা আছে সেগুলোকে খেলার মাঠ হিসেবে উপযোগি করে তুলতে।ফুটবল ,ক্রিকেট, ব্যাডমিন্টন সকল খেলাই স্বাস্থ্য ও মনকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে।এতো সুন্দর একটি ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছেন আমার অনেক পছন্দ হয়েছে।আমি আপনাদের এখানে একটি খেলার একাডেমি দেখতে চাই আমার যা যা সহযোগিতা প্রয়োজন আমি করব। চ্যালেঞ্জার স্পোটিং খেলোয়ার সুন্দর খেলার মাধ্যমে চ্যাম্পিয়ান হয়েছে , আমি সম্পূর্ন খেলাটি দেখেছি। আমাদের বাংলাদেশে ইন-ডোর ও আউট-ডোর ছেলেরা ব্যাডমিন্টন এত ভাল খেলা খেলে দেখে মনোমুগ্ধকর লাগল।শেষে বিজয়ীদের হাতে ৪০ ইঞ্চি স্মাট টিভি ও রানার আপ এর হাতে ৩২ ইঞ্চি স্মাট টিভি তুলে দেন।যুব সমাজের পক্ষে আনোয়ার হোসেন বলেন,বালক-বালিকা,কিশোর ও কিশোরীরা লেখাপড়ার মাধ্যমে শারিরীক ও মানষিক, নান্দনিক বিকাশ এবং মনোবল বৃদ্ধি খেলায় উৎষাহিত করে তুলে, ক্রিয়া চর্চার মাধ্যমে মাদক ও জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখতে সাহায্য করে।আমরা যুব সমাজ এই মহান নেতা প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করি। যে মহান নেতার সংগ্রাম ত্যাগ ও অবদানের কথা বাঙ্গালী জাতির জন্য এক ইতিহাস।আমরা আজ এই মহান নেতার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করি,কিন্তু অনেক গুনি ব্যক্তিবর্গ গল্প ও কবিতা লেখে গেছেন যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,ততকাল রবে কৃর্তি তোমার শেখ মুজিবুর রহমান,দিকে দিকে আজ অশ্রুজল রক্তগঙ্গা বহমান,তবুও নাই ভয় ভয় হবে জয় জয় শেখ মুজিবুর রহমান। কবি তার ভাষায় আরো বলেন,বঙ্গদেশের জাতীর পিতা তুমি শেখ মজিব, এই মাটিতে সবার তরে তুমি চিরণজীব।জন্মভ’মি বঙ্গভুমি বাংলা আমার মা,তুমি ছাড়া এই বাংলা আমি পেতাম না।জীবন তোমার দিয়ে গেলে জনমানুষের তরে বাঙ্গালীরা কভু তোমায় নাহি ভুলিতে পারে।আমরা পরপর দুইবার এই মহান নেতার জন্মবার্ষিকীতে খেলাধুলার আয়োজন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com