Logo
HEL [tta_listen_btn]

আদালত পাড়ায় পিছিয়ে আ’লীগ

আদালত পাড়ায় পিছিয়ে আ’লীগ

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় আওয়ামীলীগ ও বিএনপির আইনজীবীদের দুটি আলাদা রাজনৈতিক প্লাটফরম বা সংগঠন রয়েছে। আওয়ামীলীগের রয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আর বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুটি সংগঠনের মাধ্যমেই আইনজীবীদের রাজনীতি পরিচালিত হয়। এমনকি আইনজীবী সমিতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন কিংবা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে এ দুটি কমিটি।
আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কোন কমিটি নেই। ২০১৯ সালের জুলাই মাসে কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে ঘাঁ করেই নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকনের তত্ত¡াবধানে প্রায় ৪২৫ জনের মতো সদস্য সংগ্রজ করা হয়। কিন্তু এরপর আর কোন অগ্রগতি নেই এ কার্যক্রমের, ফলে এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি বঙ্গবন্ধু আওয়ামীূ আইনজীবী পরিষদের কোন কমিটি। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন নারায়ণগঞ্জ মেইলকে বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নির্দেশনায় আটকে আছে নারায়ণগঞ্জের কমিটি। ২০১৯ সালের আমরা প্রায় ৪২৫ জন সদস্য সংগ্রজ করেছিলাম। কেন্দ্রীয় নির্দেশনা পেলেই আমরা কমিটি গঠন করে ফেলবো। তবে কমিটি না হওয়া পর্যন্ত পিপি’র নেতৃত্বে সংগঠনের সকল কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সে মতেই সকল কার্যক্রম পরিচালনা করছি। যার প্রমাণ স্বরূপ সদস্য সমাপ্ত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্যানেল নিরঙ্কুশ বিজয় আর্জণ করেছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায়।অপরদিকে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের কমিটি মোটামুটি গুছানো হয়ে গেছে। গত বছরের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে বিএনপির আইনজীবীরা ফোরামের নেতা নির্বাচন করেছে। মোট ৫টি পদে মোট এগারো জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি প্রার্থী এড.সরকার হুমায়ুন কবির সেক্রেটারি পদে এড. আবুল কালাম আজাদ জাকির সিনিয়র সহ-সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে এড. একেএম ওমর ফারুক নয়ন বিজয়ী হয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে বিএনপির আইনজীবীরা তাদের সংগঠন গুছিয়ে নেওয়ার কাজ প্রায় শেষ করে এনেছেন। এখন সকলে মিলে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রকৃয়া চলছে বলা জানা গেছে।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের নির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির নারায়ণগঞ্জ মেইলকে বলেন, আমরা খুব শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। আশা করছি আসছে মার্চের মধ্যেই তা করে ফেলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com