আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে নিজের ছেলেকে শাসন করতে গিয়ে ছেলের বন্ধু বান্ধবদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ পিতা হাছেন আলী ও তার ছোট ছেলে জহিরুল ইসলাম । ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া ( কালামিয়ার কান্দী) গ্রামে । মূমুর্ষূ অবস্থায় ছোট ছেলে জহিরুল ইসলাম হাসপাতালে ভর্তি আছে। ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের হাছেন আলীর দুই ছেলের মধ্যে বড় ছেলে মোহাম্মদ অলী একজন বখাটে প্রকৃতির লোক। তাকে বখাটেপনা করার জন্য শাসন করেন তার পিতা। এতে ক্ষিপ্ত হয়ে ছেলের বন্ধু বান্ধব যথাক্রমে একই গ্রামের দুলাল, মোতালিব, ইয়াছিন, হাবিল, মোশারফসহ বেশ কয়েকজন সন্ত্রাসী হ্মালা চালায় বৃদ্ধ হাছেন আলীর উপর। ছেলে মোহাম্মদ আলী ও পিতা হাছেন আলীকে মারপিট করে। তাকে বাঁচাতে তার ছোট ছেলে জহিরুল চেষ্টা করলে জহিরুলের উপর নির্যাতন চালায় সন্ত্রাসীরা। অভিযুক্তদের মারের চোটে জহিরুল ঘটনাস্থলে রক্ত বমি করতে শুরু করে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চিকিৎসা করিয়ে এনে তাকে আড়াইহাজার এ টু জেড হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে হাছেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।