Logo

সুনামগঞ্জে সেভ দ্যা রোড-এর সমাবেশ

সুনামগঞ্জে সেভ দ্যা রোড-এর সমাবেশ

সুনামগঞ্জ সংবাদদাতা:
চার পথ নিরাপদ এবং ঢাকা-সিলেট মহাসড়ককের সিলেটের রশিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহতদের পরিবার ও আহতদেরকে সরকারি সহায়তার দাবিতে সুনামগঞ্জে সেভ দ্য রোড-এর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার মাসের প্রথম দিন সকালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়াবাজারে শাখা সভাপতি আহমদ আল কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গৌছুল হক নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক ফয়েজ মারজান, মাওলানা ফয়জুল আমিন ফয়েজ ও জনাব আবুল কালাম প্রমূখ। উপস্থিত ছিলেন, এস আই তোফাজ্জল হোসেনে (গোয়েন্দা কর্মকর্তা) ও সমাজের সর্বস্তরের জনগণ।  এসময় নেতৃবৃন্দ বলেন, নিরাপদ ৪ পথের দাবিতে বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি ৭ দফা দাবি নিয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা সহ সাড়াদেশে হাজার স্বেচ্ছাসেবি; ৪ পথ নিরাপদ হবেই ইনশাল্লাহ। পথ দূর্ঘটনায় আহতদেরকে কমপক্ষে ৩ লাখ ও নিহতদের পরিবারকে ১০ লক্ষ করে টাকা দেয়ারও দাবি বাস্তবায়ন হবে বলে আমরা বিশ^াস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com