রূপগঞ্জসংবাদদাতা:
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় ৩ মার্চ বুধবার সকালে সন্ত্রাসীরা জিয়া এন্টারপ্রাইজের গোডাউনে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। পূর্ব শত্রতার জের ধরে কর্নগোপ এলাকার জিয়াউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৫/১৬ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ছেনি, রড, এ্সএস পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা গোডাউনের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মোটর সাইকেলসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গিয়ে জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়া, ব্যবসায়ী আয়েত আলী (৪০) ও তার দুই কর্মচারী টুনি বেগম (২২) ও আলিফা বেগম (২৫) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে ব্যবসায়ী আয়েত আলীর ভাই আফজাল হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, অভিযোগ পেয়েছি। সূষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।