সংবাদ বিজ্ঞপ্তি:
মশার অত্যাচার থেকে ওয়ার্ডবাসীকে প্রশান্তি দেয়ার লক্ষে নাসিকের ফগার মেশিনের পাশাপাশি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ শুভাকাংখীদের সহযোগীতায় নিজস্ব ফগার মেশিনে মশক নিধন শুরু করেছেন। উড়ন্ত মশা নিধনের জন্য নাসিক কর্তৃক মাসে একবার ফগার মেশিনে মশার ঔষুধ স্প্রে করা হয়। কিন্তু ইদানিং মশার উৎপাত বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডবাসীর সুবিধার্থে কাউন্সিলর খোরশেদ শুভাকাংখীদের সহায়তায় নিজ উদ্দ্যেগে একটি ফগার মেশিন করেছেন বলে জানান ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু। ওয়ার্ড সচিব টিপু জানান, শনিবার (৬ মার্চ) থেকে কাউন্সিলর খোরশেদ এর নিজেস্ব ফগার মেশিন প্রতিদিন ওয়ার্ডের কোন না কোন মহল্লায় ফগার মেশিনে মশার ঔষুধ স্প্রে করা হবে। যতদিন না মশার প্রকোপ কমে ততদিন ইনশাল্লাহ। এছাড়া নাসিক নিযুক্ত ৫ জন মশক নিধন কর্মী প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশার ডিম/লার্ভা নাশক এলডুল ওয়েল ও মেডিসিন স্প্রে করে থাকে। কাউন্সিলর খোরশেদ মশক নিধনের স্বার্থে ওয়ার্ডবাসীকে নিজ বাড়ী ঘর, উঠান, বাগান, ফুলের টব ইত্যাদি নিয়মিত পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।