Logo

রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৩

রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৩

রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে ড্রাম ট্রাক ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছে পথচারীসহ ৩ জন। শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনার সংবাদ পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। আহতরা হলেন, শরিয়তপুর জেলার পালং উপজেলার বুড়িপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে ইমান আলী, কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ এলাকার মৃত সামসুল আলমের ছেলে তাইজুল ইসলাম ও হিরা। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেকটর মনির হোসেন বলেন, শুক্রবার সকাল-১১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় ড্রাম ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারী ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় ট্রাক দুটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com