রূপগঞ্জ সংবাদদাতা:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙালি মুক্তিযুদ্ধে পাক সেনাদের বিরূদ্ধে ঝাপিয়ে পড়ে। ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা ও বিজয় অর্জন একই সুতায় গাঁথা। রোববার(৭ মার্চ) রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। রূপগঞ্জ থানা ভবন মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল কলি, মশিউর রহমান তারেক প্রমুখ। পরে কেক কেটে শোভাযাত্রা নিয়ে কালীগঞ্জ-রূপগঞ্জ-ডেমরা সড়কের রূপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।