বন্দর সংবাদদাতা
বন্দরে মাহিন এক্সসরিজ লিমিটেডের এক গার্মেন্টস কর্মী (২২) কে ধর্ষণের চেষ্টাকালে রিয়াজউদ্দিন (২৬) নামে এক লম্পট যুবককে হাতে নাতে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবক রিয়াজউদ্দিন কুমিল্লার দাউদকান্দির সরদার কান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ব্যাপারে ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বাদী হয়ে আটককৃত লম্পট রিয়াজ উদ্দিনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলা নং- ৯(৪)২১। এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, গত রোববার রাতে গার্মেন্টস কর্মী রাত্রী কালিন ডিউটি করার জন্য ঘর হইতে কারখানা উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ৮ টার দিকে ওই গার্মেন্টস কর্মী মাহিন এক্সসরিজ লিমিটেডের সামনে আসলে ওই সময় ওৎপেতে থাকা বখাটে রিয়াজউদ্দিন গার্মেন্টস কর্মীকে মুখ চেপে ধরে নির্জন ঝোপের মধ্যে নিয়ে জোর পূর্বক ভাবে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় গার্মেন্টস কর্মী আত্মচিৎকারের শব্দ শুনে পথচারী গার্মেন্টস কর্মীরা দ্রæত ঘটনাস্থলে এসে ভুক্তভোগী কর্মীকে উদ্ধারসহ লম্পট রিয়াজ উদ্দিনকে আটক করে বন্দর থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা আটককৃতকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।