সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
ফতুল্লার পর এবার সিদ্ধিরগঞ্জ থানার জন্য ‘সুবর্ণ জয়ন্তী সম্মাননা’র আয়োজক কমিটি দিয়েছেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
রোববার(৭ মার্চ) নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের বাসায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ৫১ সদস্যবিশিষ্ট এক কমিটি গঠন করেন। সেই কমিটির কাজ হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা। সিদ্ধিরগঞ্জের জন্য গঠিত ৫১ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনকে।এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সকল নেতৃবৃন্দ। গিয়াসউদ্দিন তার বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি’র গুরুত্বপূর্ণ এই কর্মসূচি। আমাকে ঢাকা বিভাগের আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে। এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করবো। উল্লেখ্য, বছরের শুরুতেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার ঘোষণা দেয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক করা হয় সাবেক এমপি এমপি গিয়াস উদ্দিনকে। তার নেতৃত্বে ঢাকা বিভাগের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ।এর আগে ২ মার্চ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বাসায় ফতুল্লার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। সেই কমিটির প্রধান করা হয় ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল ইসলামকে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।