নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ বলেছেন,ঋষিপাড়ায় কোন সন্ত্রাসী কর্মকান্ড থাকবে না। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে। কোন অবৈধ কাজের সাথে কেউ জড়িত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ মার্চ) বিকেলে ঋষিপাড়া মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় মেয়রকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয়রা। মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আইভী। এসময় মেয়র বলেন, আপনারা দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান মিলে এখানে বসবাস করছেন। এখানে যেমন মসজিদ আছে তেমনি মন্দিরও আছে। আমার মনে হয় এখানে হিন্দু মুসলমানের মাঝে কোন বিভেদ নেই। কারণ আপনারা একে অপরের সুখ দুঃখে পাশে থাকেন এবং সকল উৎসব একসাথে পালন করেন। এখানে মসজিদ ও মন্দির উভয়ই ঠিক করে দেয়া হবে পাশাপাশি একটি মাঠ ও পেছনের স্কুলটিও এখানে থাকবে। তিনি বলেন, সিটি করপোরেশনের বাসিন্দা হিসেবে আপনাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। আগে মানুষ ঋষিপাড়ার নাম শুনলেই ভয় পেত। বিভিন্ন কারণে নানান সময় পুলিশ এখানে অভিযান চালাতো। তবে গত দশ-এগারো বছর যাবৎ আপনারা অনেক ভাল আছেন। আগের মত কথাবার্তা এখন শোনা যায় না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, খেয়াল রাখবেন আপনাদের এখানে যেনকোন সন্ত্রাসী কার্যক্রম যেন এখানে না চলে। আমি চাই না কারও নাম নিয়ে কেউ কোন অবৈধ কাজ করুক। এমন হলে তা ভাল হবে না। যারা এখানে বিভেদ তৈরির চেষ্টা করবে তাদের চিহ্নিত করে আপনারা বের করে দেবেন। আপনাদের এখানে দুইজন কাউন্সিলর আছে। যদি কোন কারণে কেউ আপনাদের প্রতি সুদৃষ্টি না দেয় আপনারা আমাকে জানাবেন। অন্যের কথায় কান ভারী করবেন না। তিনি আরও বলেন, খেয়াল রাখবেন প্রতিটা বাচ্চা যেন স্কুলে যায়। যে বাচ্চা স্কুলে যাবে না সে মা’কে আমি সহযোগিতা করবো না। প্রধানমন্ত্রী একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এখানে বিল্ডিং করার জন্য। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।