সংবাদ বিজ্ঞপ্তি:
প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরুত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এ অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে। সাম্প্রতিককালে রাজধানী ঢাকায় এক ধরণের অসাধু প্রতারকচক্র দীর্ঘদিন যাবৎ কম্পিউটারের সাহায্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আনার্স/ডিগ্রি, মাস্টার্স ইত্যাদি পর্যায়ের বিভিন্ন ভুয়া সার্টিফিকেট ও মার্কশীট তৈরী করে উচ্চ মূল্যে বিক্রি করে আসছে। উক্ত সার্টিফিকেট ও মার্কশীট বিভিন্ন প্রতারক ক্রয় করে তা দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে আসছে। র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বাকুশাহ হকার্স মার্কেটস্থ ভার্সিটি মাল্টিকালার নামক দোকানে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষার সমূহের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স/ডিগ্রি, মাস্টার্স পর্যায়ের বিভিন্ন ভুয়া সার্টিফিকেট ও মার্কশীট তৈরী করে তা উচ্চ মূল্যে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল গত বৃহস্পতিবার(১০ মার্চ)৯ টা ১০ মিনিটে অভিযান পরিচালনার নিমিত্তে উক্ত দোকানে উপস্থিত হলে মোঃ রাকিব হাসান (২৩), মোঃ মোবারক হোসেন জনিহৃদয়(২৫)কে কম্পিউটারে জাল সার্টিফিকেট তৈরি করার সময় দেখতে পেয়ে হাতেনাতে বিভিন্ন বোর্ডের জাল এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটসহ গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিজেদের কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড করে ফটোসপ সফ্্টওয়ার ব্যবহার করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। তৈরিকৃত জাল সার্টিফিকেটসমূহ বিভিন্ন সরকারী ও প্রাইভেট কোম্পানীর বিভিন্ন পদে চাকরির জন্য লোকজনের চাহিদার প্রেক্ষিতে তৈরি করতো। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।