Logo

বন্দরে দিনদুপুরে মোটরসাইকেল চুরি

বন্দরে দিনদুপুরে মোটরসাইকেল চুরি

বন্দর সংবাদদাতা:
দিন দুপুরে মোটরসাইকেলচুরি করে পালিয়ে যাওয়ার সময় রবিউল আলম ওরফে রাসেল (৩৫) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। বুধবার (১০ মার্চ) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোডস্থ খাজা ইসমাইল হোসেনের মাজারের সামনে থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। আটককৃত চোর রবিউল আলম ওরফে রাসেল সুদূর খুলনা জেলার তেরখাদা থানার কোদলা এলাকার মৃত নাজির হোসেন মিয়ার ছেলে। বর্তমানে সেসহ তার পরিবার বন্দর থানার মদনগঞ্জ এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। জানা গেছে, আটককৃত মোটরসাইকেল চোর রবিউল আলম ওরফে রাসেলসহ একটি সংঘবদ্ধ চোরদল দীর্ঘদিন ধরে বন্দরের মদনগঞ্জ, নবীগঞ্জ, মদনপুর ও বালুর চরসহ বিভিন্ন এলাকায় অভিনব কৌশল অবলম্বন করে বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেল চুরি করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে বন্দরের নবীগঞ্জ টি-হোসেন রোডস্থ খাজা ইসমাইল হোসেনের মাজারের সামনে থেকে শক্তি এনজিও কর্মকর্তারমোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া সময় স্থানীয় জনতা ধাওয়া করে মোটরসাইকেল চোর রবিউল হোসেন রাসেলকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় আরো এক চোর। পরে স্থানীয় এলাকাবাসী আটককৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে বন্দর ফাড়ী পুলিশে সোর্পদ করে। এ রির্পোট লেখা পর্যন্ত জনতা কর্তৃক আটককৃত মোটরসাইকেল চোর রবিউল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com