নিজস্ব সংবাদদাতা:
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এবং জেলা সমাজ কল্যাণ কমিটির এককালীন অর্থিক সহয়তায় চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সহয়তা প্রদান করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিপ্লব।এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৩৮ জনের প্রত্যেককে ৫০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার জাতীয় সমাজ কল্যাণ কমিটির পক্ষ হতে ৮ জনের প্রত্যেককে এককালীন ১০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক হাতে তুলে দেওয়া হয়।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সমাজ কল্যাণ কমিটির কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।