Logo

নবীন আলেমদের সংবর্ধণা

নবীন আলেমদের সংবর্ধণা

নিজস্ব সংবাদদাতা:
শুক্রবার (১২ই মার্চ) রোজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় ” নবীন আলেম সংবর্ধনা ২০২১” শিবু মার্কেটে অবস্থিত আই.এস.সি.এ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ উসমান গণী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন জিহাদি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসুলুল্লাহ (সা) থেকে শুরু করে ১৯২৩ সাল পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহ খিলাফত ব্যবস্থার অধীনে ছিলো। আলেম-উলামায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করতো। ইসলামী বিধান প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের জান-মালের নিরাপত্তা ছিলো। কিন্তু ইসলাম সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে এবং বিশাল আলেম সমাজ রাজনীতি বিমুখ হবার কারণে সমাজে অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ ব্যক্তিরা নেতৃত্ব পর্যায়ে আসীন রয়েছে। যার কারণে আজ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি চলছে। রাজনীতিকে সম্পূর্ণভাবে কলুষিত করে ফেলা হয়েছে। তাই কলুষিত রাজনীতির পরিশুদ্ধি ঘটাতে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, উপমহাদেশের মাদ্রাসাগুলো মানুষের দ্বীন শেখার অন্যতম আশ্রয়স্থল। যার কারণে ইসলাম বিদ্বেষী চক্রের চক্ষুশূলে রয়েছে এই মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসার হাজারো কল্যাণকর দিকগুলো উপস্থাপন না করে কেবল নেতিবাচক দিকগুলো ষড়যন্ত্রমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে। যা কিনা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। ইসলাম অবশ্যই শিশুদের উপর অতিরিক্ত শাসনকে কখনোই সমর্থন করে না। কিন্তু কয়েকজন ব্যক্তির দায় একটি কল্যাণকর শিক্ষাব্যবস্থার উপর সম্পূর্ণভাবে চাপিয়ে দেয়া ইসলামবিরোধীর নামান্তর। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আলেমরা হলেন এ জাতির রাহবার। তাই তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখান থেকেই জাতিকে নেতৃত্বের দায়িুত্ব পালন করতে হবে। আলেমদেরকে জনবান্ধব কার্যক্রমের সাথে আরো বেশি বেশি সম্পৃক্ত হতে হবে। ইসলামী আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার্থে আলেম সমাজকেই এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নবীন আলেমদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে উলামায়ে কেরামগণের মধ্যে ছিলেন মুফতি আব্দুল্লাহ আল মামুন (শিক্ষা সচিব ও মুহাদ্দিস, মাহমুদীয়া মাদ্রাসা)। মুফতি জহিরুল ইসলাম কাসেমী (মোহতামীম, নুরবাগ মাদ্রাসা)। মুফতি মামুনুর রশিদ, (প্রধান মুফতি, দেওভোগ মাদ্রাসা) উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন জেলার সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান,অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ সোহাগ আব্দুল্লাহ,কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আবু রায়হান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ,সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম ও সদস্য মুহাম্মাদ মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com